রত্ন - বৈশিষ্ঠ্য থেকে বৈচিত্র

রত্ন কি? রত্ন হল পাথর, মণি বা স্ফটিক যা সাধারণত খনিজ (কিছু ক্ষেত্রে জৈব পদার্থ) হয় । এটিকে কেটে পালিশ আকারে, গয়না বা অন্যান্য অলংকার সৃষ্টির কাজে ব্যবহার করা হয় । চরিত্রগত পৃথকতার কারণে বিভিন্ন রত্নের মান নির্ধারিত হয়ে থাকে। সমগ্র ইতিহাস জুড়ে রত্ন আমাদের কৌতূহল জাগিয়ে তোলে । ধন-সম্পদ, ক্ষমতা, নিরাময় এবং ভালবাসার প্রতীক হিসেবে রত্ন বহু প্রাচীনকাল থেকেই বিশেষভাবে সমাদৃত। সৌন্দর্য, অসাধারণত্ব, স্থায়িত্ব, ঐতিহ্য এবং বহনযোগ্যতার জন্য রত্ন সকলেরই পছন্দের।